বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

লালমনিরহাটে বৃষ্টিতে সড়ক সংস্কারের কাজ-ব্যাপক অনিয়মের অভিযোগ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিডি) আওতায় সড়ক সংস্কার কাজে প্রকৌশলীর যোগসাজশে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে।

উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক কাকিনা ইউনিয়নের কাকিনা সেকেন্দার আলী সমিল থেকে রুদ্রেশ্বর আইয়ূব আলীর বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু থেকেই নিম্নমানের ইটের খোয়া ইট, বালু ব্যবহার এবং কার্পেটিং করায় সড়কের স্থায়ীত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংযোগ সড়ক কাকিনা সেকেন্দার আলীর সমিল থেকে রুদ্রেশ্বর আইয়ূব আলীর বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার সড়ক সংস্কারের কাজে ৩৬ লাখ, ৮৫ হাজার টাকার একটি প্যাকেজ টেন্ডার দেয়। এই প্যাকেজটি অপার কনস্ট্রাকশন রংপুর পেয়ে কাজ শুরু করেন।

এলাকাবাসীর অভিযোগ শিডিউলের তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মত সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন ঠিকাদার। কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগসাজশে এসব অনিয়ম চলছে। সড়কে একেবারে নিম্নমানের ইট, ড্যাম্পিং খোয়া ও বালু ব্যবহার এবং নিম্নমানের বিটুমিন দিয়ে কার্পেটিং কাজ করা হয়েছে।

বিক্ষুদ্ধ এলাকাবাসী আরো বলেন, সামনে বর্ষায় রাস্তার সব উঠে যাবে। উপজেলার আগের সড়ক গুলোর ফলাফল বিশ্লেষণ করলে মেলে যায় অভিযোগের সততা।তাই এলাকাবাসী দাবি তুলেছে সিডিউলে যা উল্লেখ আছে তাই দিয়ে রাস্তার কাজটি করতে হবে।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু তৈয়ব মোহাম্মদ শামসুজ্জামান সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রবিবার অফিসে যেতে বলে ফোন কেটে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর