লালমনিরহাটে শিয়ালের কামড়ে শিশু আহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে সুমনা (৪) নামে একটি শিশু আহত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সন্ধায় আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
আহত সুমনা উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার সোহেল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সুমনা বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। এ সময় একটি শিয়াল ভুট্টা ক্ষেত থেকে বেড়িয়ে সুমনার ডান কানের পাশে মুখে কামড় দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন সুমনাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানকার চিকিৎসকরা সুমনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে তার পরিবার তাকে রমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. জান্নাতি ফাতেমা অনন্যা বলেন, শিয়ালের কামড়ে চিকিৎসার প্রয়োজনী ভ্যাক্সিন (ওষুধ) সরবরাহ না থাকায় সুমনাকে স্থানান্তর করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।