বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

লালমনিরহাটে হঠাৎ ঝড়ের ছোবলে লন্ডভন্ড অর্ধশত ঘরবাড়ি!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় হঠাৎ ছোবল দেয়া ঝড়ে প্রায় অর্ধশত ঘরবাড়ি গাছপালা লন্ডভন্ড হয়েছে।

সোমবার(১৬ মে) সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত।

এর আগে রোববার (১৫ মে) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের কুটিরপাড়, বালুরবাঁধ এলাকায় ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

জানা গেছে, রোববার রাতে হঠাৎ ঝড়ের ছোবলের কবলে পড়ে সীমান্তবর্তি জেলা লালমনিরহাট। নদী তীরবর্তি এলাকায় ঝড়ের বেগ বেড়ে যাওয়ায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তি কুটিরপাড়, বালুর বাঁধ, চৌরাহা, গোবর্দ্ধন প্রভুতি গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক গাছপালা উপরে পড়ে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্থ কুটিরপাড় গ্রামের গৃহবধূ মুনমুন জানান, কাজের সন্ধানে স্বামী কুমিল্লায় থাকায় বাড়িতে সন্তানদের নিয়ে একা থাকছেন তিনি। রাতের আঁধারে হঠাৎ ঝড়ের তান্ডবে তার ঘর লন্ডভন্ড হয়েছে। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

সকালে খবর পেয়ে চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত। ক্ষতিগ্রস্থদের দ্রুত তালিকা প্রনায়ন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। ক্ষতিগ্রস্থদের পুনবাসন করার আশ্বাস দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করছেন জনপ্রতিনিধিরা। সেই তালিকা পৌছলে দ্রুত ক্ষতিগ্রস্থদের পুনবাসনে সরকারী সহায়তা প্রদান করা হবে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর