লালমনিরহাট আদিতমারী থানার বিশেষ অভিযানে ৪ জুয়াড়ি আটক!

লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ০৪ (চার) জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ মে) লালমনিরহাট আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্হায় জুয়ার সরঞ্জাম সহ ৪ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
আটক জুয়াড়ি নাজিম উদ্দীন আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী দেওডোবা (ভাদাই) গ্রামের মৃত ইসমাইল হোসেন এর ছেলে। অন্যান্য আটক আসামিদ্বয় আবুল কালাম একই এলাকার সৈয়দ আলীর ছেলে ও বাদল চন্দ্র ওই এলাকার তরনী কান্তের ছেলে এবং বাবুল মিয়া একই ইউনিয়নের আজিজার রহমানের ছেলে।
পরে আটককৃত জুয়ারিদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জি আর সারোয়ার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, আদিতমারী, জুয়ারিদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
গ্রেফতারকৃত জুয়ারিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।