সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড! গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিল ভারত লালমনিরহাটে ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো “জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে উল্লাপাড়ায় হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার কোনবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক জিসিসির ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন কোনাবাড়ীতে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

লিবিয়ায় অপহৃত ১১০ বাংলাদেশি মুক্ত

রিপোর্টারের নাম : / ১২২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

৪৪৪ কমব্যাট ব্রিগেড নামের লিবিয়ার একটি মিলিশিয়া বাহিনী মঙ্গলবার (১২ জুলাই) ১১০ বাংলাদেশিকে ত্রিপলিতে অপহরণের অবস্থা থেকে মুক্ত করেছে। ওই বাংলাদেশিরা লিবিয়ায় অপহৃত হয়েছিলেন এবং অর্থের জন্য তারা ব্যাপক নির্যাতনের মুখে ছিলেন। ইতালি ভিত্তিক একটি সংবাদ সংস্থা এএনএসএএমইডি.ইনফো সূত্রে এই তথ্য জানা গেছে।

৪৪৪ কমব্যাট ব্রিগেড নামের লিবিয়ার মিলিশিয়া বাহিনীর বরাত দিয়ে ইতালির সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই মিলিশিয়া বাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানায়, একটি সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশিদের জিম্মি করে অর্থের জন্য নির্যাতন করছিল। সশস্ত্র গোষ্ঠীটি জিম্মি বাংলাদেশিদের পরিবারের কাছে মুক্তির জন্য ৫ হাজার ইউরোরও বেশি অর্থ দাবি করে। ওই বাংলাদেশিরা জিম্মি পরিস্থিতিতে ব্যাপক নির্যাতনের শিকার হয়। তাদেরকে মঙ্গলবার জিম্মি দশা থেকে উদ্ধার করে ত্রিপলিতে মুক্ত করা হয়।

এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে জানা গেছে, লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ মিশন এখনও এই বিষয়ে মন্ত্রণালয়ে কোনও তথ্য পাঠায়নি। ত্রিপলির বাংলাদেশ মিশনের দূতালয় প্রধান কাজী আসিফ আহমেদ গতকাল বুধবার বিকেলে এই প্রতিবেদককে বলেন যে তিনি অফিসের কাজে অফিসের বাইরে অবস্থান করছেন। অফিসে ফিরে এই বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এদিকে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বাংলাদেশিদের আটক হওয়ার খবর নতুন কোনও ঘটনা নয়। কিছু দিন পরপরই সংবাদ মাধ্যমে এমন ঘটনার তথ্য জানা যায়। গত এপ্রিলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ৫০০ বাংলাদেশী আটক হন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকারের সহায়তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। ওই সময়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান যে বছরখানেকের মধ্যে লিবিয়া থেকে ১ হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে, তারা সকলেই অবৈধ পথে লিবিয়া হয়ে ইউরোপ যেতে চেয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর