শার্শায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চলমান গৃহের ৫ম পর্যায়ের ২য় ধাপের যশোর জেলার শার্শা উপজেলার ৫০ টি ঘর প্রদান কার্যক্রমের (ভার্চুয়াল) শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে, শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণ ২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (ভার্চুয়াল) শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১১জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র
সভাপতিত্ব এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলার বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান- ই-গুলশান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার প্রমুখ ।