শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

শার্শায় যাবজ্জীবণ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি মোঃ আলামিন (৩৫)’কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্প।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-”

“যশোর জেলার শার্শা থানার মামলা নং- ৪২, তারিখ- ২৭ আগস্ট ২০১৮, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ১(খ) মামলার আসামী মোঃ আলামিন (৩৫) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ আলামিন এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত ইং ১১/০৬/২০২৪ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন”।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ১২/০৬/২০২৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যশোর জেলার শার্শা থানাধীন ডিহি ইউনিয়ন পরিষদ এর সামনে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ঐ দিন রাত সাড়ে ৮টার দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলামিন (৩৫), পিতা- মৃত আলী হোসেন, সাং- টেংরালী বাউন্ডারী, থানা- শার্শা, জেলা- যশোর’কে গ্রেফতার করে।

“গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ২৭ আগস্ট ২০১৮ তারিখে ৩০০ গ্রাম হিরোইন সহ যশোর জেলার শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের পাঁকশিয়া বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে যশোর জেলার শার্শা থানায় মাদক আইনে মামলা রুজু হয়।

উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় ১১ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে, নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন রেখেছিল।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামী আল আমিন কে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর