শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এ দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় অতিথি ও সমবায়ীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয় । পরে উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, ভাইস চেয়ারম্যানমো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমূখ। এছাড়া উপজেলার প্রায় ৩০০ জন সমবায়ী উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ৫৩২টি সমবায়ের মধ্যে ১৭টি শ্রেষ্ঠ ও সফল সমবায় সমিতির মাঝে সনদপত্র বিতরণ করা হয়।