শিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা থেকে জাল টাকাসহ ব্যবসায় চক্রের মূল হোতাকে গ্রেফতার করে র্যাব-৫।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা একালার, মৃত জুন্নুর রহমানের ছেলে বজলুর রহমান (বজু) (৫৫)।
রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা বাজারে নুরানী মাদ্রাসার পূর্ব পাশে, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার, আমিনুল ইসলাম এর নেতৃত্বে, একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে, ভারতীয় জাল রুপি ৭,১৫,০০০ টাকা জব্দ করেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন জাল নোট ব্যবসায়ী। উল্লেখিত এলাকায় তার একটি সিন্ডিকেট চক্র রয়েছে। যারা প্রধানত মাদক ব্যবসা এবং চোরাকারবারিদের জালনোট সরবরাহ করে থাকে। এ সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে উক্ত এলাকায়, ছায়া তদন্ত করলে চাঞ্চল্যকর এ সিন্ডিকেটের কথা জানা যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি সহ আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।