শিয়ালকোলে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন – জেলা প্রশাসক

শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে আমতলা নামক স্থানে উক্ত চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান।
এতে সভাপতিত্ব জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর সহকারি কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস.এম. রকিবুল হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ আনোয়ার সাদাত, রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(কারিগরি)মোঃ নিয়ামুল হক, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শেখ সেলিম রেজা,শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আযম তালুকদার বাবলু প্রমূখ ।
এসময় জেলা প্রশাসক সরকারের দেয়া বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসুচির বিভিন্ন দিক তুলে ধরে আগামীতে সরকারের জনবান্ধব কর্মসুচী’কে বেগবান করার আহবান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এসময়ে শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগনেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সুবিধাভোগী নারী পুরুষেরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।