সলঙ্গায় অপহরণের পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/356836406_969981974150931_3288297187785257297_n-700x390.jpg)
অপহরণের পাঁচ দিন পরও ঢাকা মহানগরীর ক্যান্টমেন্ট বিএএফ শাহীন কুর্মিটলা কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী শারিকা ইসলাম সেতু (১৬) কে উদ্ধার করতে পারেনি পুলিশ।
গত (২৯ জুন) বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামের নিজ বাসা থেকে তাকে অপহৃত করা হয়।
এবিষয়ে সলঙ্গা থানার সেরেনদাসপুর গ্রামের আনিচুর রহমান ছেলে রনি আহাম্মেদ (১৯), আমজাদ হোসেনের ছেলে আনিছুর রহমান (৪২), আনিচুর রহমানের স্ত্রী রোজিনা খাতুন(৩৯) ও অজ্ঞাতনামা ২/৩ জন আসামী করে সলঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।
অভিযোগ ও পরিবার সুত্রে জানাযায়, শারিকা ইসলাম সেতু (১৬) গত ২৪ জুন বেলা ১১ টার দিকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গ্রামের বাড়িতে আসে। ২৬ জুন সন্ধ্যায় ১নং আসামীর পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব নিয়ে আসে এবং বিভিন্ন ভাবে মেয়েকে বউ করে নেওয়ার জন্য প্রলোভন দেখায়। মেয়ের বয়স কম বলে মেয়ের পরিবার বিয়ে দিবেনা বলে তাদের জানিয়ে দেয়।
মেয়ের মা মোছাঃ রওশন আরা বলেন, গত (২৯ জুন) রাত ১০টার দিকে দক্ষিন পুষ্ঠিগাছা নিজ বাড়ির উঠানে আমার মেয়ে রাতের খাবার খেয়ে হাটাহাটি করার সময় আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে কৌশলে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে আমার মেয়েকে অপহরন করে নিয়ে যায়। আমার মেয়েকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে দেখি অজ্ঞাতনামা ৪/৫ টি মোটরসাইকেলের মধ্যে ১ টি মোটরসাইকেলে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করেও আমার মেয়ে শারিকা ইসলাম সেতুকে অপহরন হতে রক্ষা করতে পারি নাই। অপহরণের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো আমার মেয়েকে উদ্ধার করতে পারে নাই পুলিশ।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক এস আই আমির হোসেন বলেন,তিনদিন ধরে দিন রাত ২৪ ঘন্টা উদ্ধারের কাজ করছি।এখন পযন্ত তাকে উদ্ধার করতে পারি নাই।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে অপহৃতাকে উদ্ধার ও আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।