সলঙ্গায় কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের সলঙ্গায় মজিবর রহমান কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সলঙ্গার বওলাতলায় মজিবর রহমান কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আতাউল গনি ওসমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া -সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
সলঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিবুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার প্রমুখ।
এসময় উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।