বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

সালথায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক : / ১০২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

ফরিদপুরের সালথায় ১৪ বছর বসয়ী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফ খান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত আরিফ উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে আহম্মদ খানের ছেলে।

ভুক্তভোগী ওই মাদ্রাসা ছাত্রী বলেন, ‘গত সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত আরিফ ও তার দুই সহযোগী মারুফ মাতুব্বর (২১) এবং ইমন মাতুব্বর (২২) আমার প্রেমিককে মারধর করে পাঠিয়ে দেয়। পরে আমাকে ধরে স্থানীয় একটি মাঠের গম ক্ষেতের আইলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আরিফ খান। এ সময় মারুফ আর ইমন পাহারা দেয়। ঘটনার সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে আমার মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক মানবকন্ঠকে বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে ডাক্টারী পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার পর প্রধান অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি বিষয়গুলো আইনগত প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর