সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্টপতি করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম পি মকবুল হোসেনের দোয়া মাহফিল

পাবনার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাবনার ভাঙ্গুড়ায় দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত মঙ্গলবার বিকেল ৫ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোডাউন রোড দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফের পরিচালনায় সভায়
প্রধান বক্তা হিসেবে বক্তব্যরাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জাব্বার ছানা মাস্টার, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সহ- সভাপতি অধ্যাপক সাইদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, রমজান আলী খান, সহ-সভাপতি রেজাউল করিম রাজা, যুগ্ন সাধরণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল,আজাদ খান, সরদার আবুল কালাম আজাদ,
মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম তরুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম,জেলা পরিষদ সদস্য আসলাম আলী,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা, ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব সাবেক পৌর ছাত্র লীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন পৌরপ্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।