সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হওয়ায় অভিনন্দন জানালেন মেয়র রাসেল

দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানিয়েছে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র। তাঁকে মনোনীত করায় ভাঙ্গুড়া উপজেলা বাসির পক্ষে সন্তোষ প্রকাশ করেছেন মেয়র গোলাম হাসনাইন রাসেল।
রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের এই প্রার্থী মনোনয়নে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ খুশি বলে জানান গোলাম হাসনাইন রাসেল। তিনি সবার ওপরে ছায়া হিসেবে থাকবেন বলেও তাঁর প্রত্যাশা।
মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর জন্ম পাবনায় ১৯৪৯ সালে। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। এখন তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন