সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে সিংড়া ফায়ার সার্ভিসের আয়োজনে কোর্ট মাঠে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবি মানুষের সম্মুখে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ে জনসচেতনতা মুলক মহড়া প্রদক্ষিন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আল আমিন সরকার, সিংড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ আব্দুস সালাম, ষ্টেশন লিডার মোঃ রওশন আলী সহ ফায়ার ফাইটারগণ।