সিপিডিএ’র ৩য় বর্ষপুর্তি উদযাপন

সিপিডিএ এর ৩য় বর্ষপূর্তি নানা আয়োজনে উদযাপিত হয়েছে।শুক্রবার (২৮ অক্টোবর) সিপিডিএ’র ঢাকাস্থ ফার্মগেট অফিসে আনন্দমুখর পরিবেশে ও কলাকুশলীদের উপস্থিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শোভাবর্ধিত হয়।
এতে অতিথি ছিলেন এলিট পেইন্ট গ্রুপ অফ কোম্পানিজ এর, সিএইচআরও এবং বোর্ড সেক্রেটারি মোহাম্মাদ মোরাদ হোসেন, (ফ্যাসিলিটেটর পিজিডি প্রোগ্রাম সিপিডিএ), সিপিডিএ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, শিরিন চৌধুরী, জেনারেল ম্যানেজার এইচ আর এখন টিভি, ,এম এ রশিদ পরিচালক (অব.) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাবেক অধ্যক্ষ, শিল্প সম্পর্ক ইনস্টিটিউট (আইআরআই),আনোয়ার হোসেন, হেড অব কমার্শিয়াল, কোয়ালিটি ফিডস লিমিটিড, ফ্যাসিলিটেটর পিজিডি প্রোগ্রাম,ইঞ্জিনিয়ার আল আমিন খান সুমন, পরিচালক, আই আইডি সলিউশন, এম এ রব, ব্যবস্থাপনা পরিচালক, আরআর কর্পোরেশন ফাউন্ডেশন, মোঃ মনিরুজ্জামান, সভাপতি, বিসিপিএসপি, মোঃ মামুনুর রশীদ, পরিচালক সিপিডিএ, ইয়ুথ এমব্যসেডর তাহমিনা আক্তার, শেখ সাবিনা, ক্যাম্পাস এমব্যাসেডর শম্পা খাতুন, নাসরিন সুলতানা, শাহরিয়ার ইমরান, কোস কোর্ডিনেটর মুরাদুল ইসলাম প্রমুখ।
অনূষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- জয়া রানী দে (ইয়থ এম্ব্যাসেডর) অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন সিপিডিএ থেকে বিভিন্ন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা। মিডিয়া পাটনার হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক অলি আহদমেদ ও মোঃ ফয়সাল ইসলাম। দিনব্যাপী এ প্রোগ্রামটি কেক কাটার মাধ্যমে শুরু হয়, এরপর, কালচারাল প্রোগ্রাম সহ আনন্দমূখর পরিবেশে প্রোগ্রামটি শেষ হয়।