সিরাজগঞ্জের কালিয়াহরিপুর ইউনিয়নে পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং উপকরণ বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর ৫ম দিনে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কয়েকটি পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বিশেষ পরামর্শ সেবা প্রদান এবং উপকরণ বিতরণ করা হয়েছে ।
বুধবার (২৭ জুলাই) সকালে কালিয়া হরিপুর ইউনিয়নে – উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসাইন, সম্প্রসারন কর্মকর্তা (এনএটিপি-২), সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী (রাজস্ব) ও (ইলিশ প্রকল্প), কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোস্তাক আহমেদ সহ মৎস্য চাষিগণ।
অনুষ্ঠান শেষে সুফলভোগী মৎস্যচাষিদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।