বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথ আয়োজনে সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, উপপরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর, সিরাজগঞ্জের উপ পরিচালক কানিজ ফাতেমা।
স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আহসান হাবিব।
এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ব্র্যাকের সমন্বয়কারি রইস উদ্দিন এবং এনডিপির পরিচালক।

বক্তাগণ বলেন, আমাদের দেশের ২৫শতাংশ মানুষ এখনও নিরক্ষর থাকার কারণে দেশের কাঙ্খিত উন্নয়ন বাধাগ্রস্হ হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জ জেলার নিরক্ষর মানুষের সংখ্যা ৩২শতাংশ । সিরাজগঞ্জে সাক্ষরতার হার বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলির এবং শিক্ষিত সচেতন নাগরিক সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর