সিরাজগঞ্জে জাহান আরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মরহুম মফিজ উদ্দিন তালুকদারের হাতে গড়া ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জাহান আরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বার্ষিক পুরস্কার বিতরণ জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩) জাহান আরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল ১১ টায় নর্দান ফ্লাওয়ার মিলস লিঃ মাঠে জাহান আরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বার্ষিক পুরস্কার বিতরণ জিপিএ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুনির আহমেদ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার শিক্ষা ব্যাবস্হায় শিক্ষার মান উন্নয়নে ডিজিটালল্যাব স্হাপন করা হয়েছে।প্রায় প্রতিটি শিক্ষা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়ন দৃশ্যমান।এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা কে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। অভিভাবক সমাবেশ অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখে শিক্ষার্থীদের মননশীল মানসিকতা গড়ে তুলতে বাল্য বিবাহ মাদক মোবাইল আসক্ত থেকে দূরে রাখার প্রতি বিশেষ দিকনির্দেশনা দেন। আগামী দিনের বাংলাদেশ হবে সেখ হাসিনার ষ্মার্টবাংলাদেশ ,ষ্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ সেলিম আহমেদ, জেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক (একরাম) নর্দান ফ্লালয়ার মিলস লিঃ ব্যাবস্থাপনা পরিচাল মোঃ ইকবাল হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল আলীম মন্ডল, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, আরো উপস্থিত ছিলেন, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যাপীঠের সুনামধন্য প্রধান শিক্ষক সানোয়ার সরকার । আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও এসে এসএসসিতে জিপিএ পাওয়া মেধাবীদের মধ্যে সমান্মানা ক্রেষ্ট ও ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মোঃ আব্দুল হালিমকেও বিদায়ী সংবর্ধনা জানান হয়। অনুষ্ঠানে অভিভাবক শিক্ষার্থী ছাড়াও অত্রবিদ্যাপিঠের সকল শিক্ষককর্মকর্তা ও সমাবেশ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে মনোজ্ঞডিসপ্লে ও সাংস্কৃতিক সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সাবলীল সঞ্চালনা করে শিক্ষার্থী অনন্যাও মোঃ জামিল।