সিরাজগঞ্জে ৩য় মিনি ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

“নিয়মিত ব্যায়াম করি,সুস্থ -সবল জাতি গড়ি” এ শ্লোগান নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ আয়োজনে মঙ্গলবার বিকেল ৩ টায় সিরাজগঞ্জের শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনের মুক্তিসোপান হতে ৩য় ম্যারাথনের প্রস্তুতি পর এস.এস.রোডস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে হতে ম্যারাথন প্রযোগিতার দৌড় শুরু হয়ে শহরের হার্ড পয়েন্টে এসে শেষ হয়। এই ম্যারাথনে ঢাকা,সিলেট, বগুড়া, নাটোর, পাবনা সহ বিভিন্ন জেলা, উপজেলার আগত প্রতিযোগিতাগণ অংশগ্রহণ করে।
বিকেল সাড়ে ৫ টায় পরে হার্ড পয়েন্ট এক মঞ্চে ১৫ দৌড়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশেন করা হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি , সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, সিরাজগঞ্জ পওর বিভাগ, বাপাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার কাজি সলিমুল্লাহ।
অনুষ্ঠানের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা।
এসময়ে ম্যারাথনে প্রায় ১ হাজার প্রতিযোগিতা রেজিষ্ট্রেশন করেন। দৌড়ে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। মিনি ম্যারাথনে দৌড়ে প্রথম পুরস্কার বিশ হাজার মূল্যেমানের প্রাইজবন্ড পান মোঃ আল আমিন, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড পান পাবনার আটঘরিয়ার ইমরান হোসেন, তৃতীয় পুরস্কার পান ১৩ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড পান সাখাওয়াত হোসেন সহ ১৫ জনকে মোট ১লক্ষ টাকার পুরস্কার, ক্রেস্ট সহ সনদপত্র দেওয়া হয়েছে ।
যমুনা নদীর পাড়ে হার্ডপয়েন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা গাজী সোরহাব আলী, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, জাসদনেতা আবু বকর ভূঁইয়া সহ হাজারো মানুষদের উপস্থিতিতে যমুনা ফাগুনের প্রথম দিনে আনন্দ উল্লাসে মেতে উঠে।