সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বেনাপোলে মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড পাবনায় গ্রেফতার আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্থানীয়রা লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জিহান আটক! জয়পুরহাটে ওসির বদলি আদেশ ঠেকাতে মানববন্ধন কুড়িগ্রামে ২ টি অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিলো প্রশাসন  বশেমুরকৃবি’তে টিএইচই র‍্যাঙ্কিংয়ে ১ম স্থান অর্জন উৎসব ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত রাজশাহীতে ‘গ্রীন প্লাজা’র ষষ্ঠ প্রকল্পের উদ্বোধন কোম্পানীগঞ্জে মাঝিরটেক টি-টেন ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৩দিন ব্যাপি জাতীয় পিঠা উৎসব মেলার সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। মেলার স্টল বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারিদের মাঝে সনদপত্র পুরস্কার প্রদান করা সহ অন্য অংশগ্রহণকারী মালিকদের মাঝেও সনদপত্র বিতরণ করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জের আয়োজনে,

শুক্রবার (২ ফেব্রুয়ারী-২০২৪) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের শহীদ এম.. মনসুর আলী অডিটোরিয়ামে, ৩দিন ব্যাপি জাতীয় পিঠা উৎসব মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ ( সদর-কামারখন্দ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন, বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব হলো পিঠা উৎসব। পরিবারিক ঐতিহ্য ধরে রাখতে পরিবারের সদস্যদের জন্য, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ানো বংশপরম্পরায় হরেক রকমের পিঠা তৈরি করতেন আমাদের মায়েরা। যে পিঠাগুলো মা,খালা, বোনেরা যত্ন করে তৈরি করতেন, লোকজ সেই আদি পিঠা গুলো তৈরি করে ঐতিহ্য ধরে রাখতে হবে। আর এজন্যই পিঠাপুলি রন্ধন আর বাহারি শিল্পী আছে ঘরে ঘরে লালন করবো হরেক রকমের পিঠা তৈরি করবো। নতুন প্রজন্মদের বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা এবং ভোজন রসিক হতে হবে।

এ জাতীয় পিঠা উৎসব সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে, এম, হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসান লালন।
এসময়ে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলীর সদস্য বিশিষ্ট টিভি অভিনেতা নাট্যকর মমিন বাবু, নাট্যকর স.ম. আলাউদ্দিন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা, সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র শাহজাদপুরের কর্মকর্তা, শহিদুল্লাহ বাবলু, কাজি শওকত প্রমুখ।

এ মেলা সিরাজগঞ্জ জেলা শিল্পকলাএকাডেমি, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ, সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র, শাহজাদপুর, সিরাজগঞ্জের পরিবেশনায় অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ এর তত্ত্বাবধানে সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত নৃত্য পরিবেশন করা হয় এবং রুপক নাট্য গোষ্ঠীর পরিবেশনায় নাটক ” আগুন সন্ত্রাস ” পরিবেশন করা হয়।
তিনদিনব্যাপি জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠানে শত শত তরুণ- তরুণী, যুবক-যুবতীরা, নারী-পুরুষেরা, গুনীজন, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্বগন, পিঠা শিল্পীরা, সাধারন মানুষেরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্যে, ১৭ হতে ১৯ মাঘ ১৪৩০ বাংলা সাল (৩১ জানুয়ারি-২০২৪ খ্রীঃ থেকে ২ ফেব্রুয়ারী ৩০২৪ খ্রীঃ) পর্যন্ত উক্ত জাতীয় পিঠা উৎসব সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর