বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত জুলেখা সিদ্দিকীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি গাজীপুরের কোনাবাড়ীতে মাদক কারবারি আটক বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যাগে- শিক্ষকদের সঙ্গে এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ১৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জে জেলা শিক্ষা অফিস ও স্বাস্থ্য সু-রক্ষা ফাউন্ডেশন উদ্যাগে – প্রধান শিক্ষকদের সঙ্গে এমপি’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭আগষ্ট)বেলা ১১টায় দিকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ বিষয়ে সচেতনা বৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শোকাবহ ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব-পরিবারে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করা সহ এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর – কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার আমল পরিবর্তন করতে এ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষকেরা হলো মানুষ গড়ার কারিগর ।

তাদের প্রতি সবসময় সম্মান শ্রদ্ধা রাখতে হবে। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেওয়ার পাশাপাশি খেলাধূলা, সাহিত্য,, সাংস্কৃতির ধাবিত করতে। বাল্যবিবাহ প্রতিরোধে আপনাদেরও কাজ করতে হবে।২০৪১ সালের মধ্যে উন্নতিশীল দেশে পরিণত করতে শিক্ষা , স্বাস্থ্যের আমল পরিবর্তন করতে সরকার কাজ করছে। বাংলাদেশ এগিয়ে চলছে । সোনার বাংলাদেশ দেউলিয়া হবে না।

বহির বিশ্বে জ্বালানি তেল দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও বৃদ্ধি পেয়েছে। তাই হতাশ হওয়ার কিছু নয়। আন্তর্জাতিক ভাবে জ্বালানি তৈলের দাম কমলে বাংলাদেশ ও কমবে তাই অপ্রচার বা গুজব কেউ ছড়াবেন না।

প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, স্বাস্থ্য সু-রক্ষা ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।

জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সদর আওয়ামী লীগের নেতা সৈয়দ বেল্লাল হোসেন, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামূল হক, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্যে রাখেন, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, মল্লিকা ছানাউল আনছারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম ভদ্র ঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জীবন কুমার সাহা,ইছামতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্পা রহমান প্রমূখ। সদর ও কামারখন্দ উপজেলার ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক শফিউল আলম শতাধিক প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর