বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ সদরে যমুনা নদী হতে অবৈধ কারেন্ট জালসহ ৫ জেলে আটক জরিমানা জাল পুড়িয়ে ধ্বংস

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

ইলিশ সংরক্ষণ অভিযানের ৬ষ্ঠ দিনে সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদী হতে অবৈধ কারেন্ট জালসহ ৫ জেলে আটক করে  জরিমানা এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৭অক্টোবর) ভোর হতে দুপুর পর্যন্ত  যমুনা নদীতে এক সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনার নেতৃত্ব করেন,সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন।   যমুনা নদীতে অভিযানকালে  ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৮৭ টি চায়না জাল, ৯ কেজি ইলিশ মাছ সহ ৫ জন জেলেকে আটক করা হয়।
উক্ত অভিযানের সময়ে উপস্থিত হয়ে সার্বিক দিক নিদর্শনা দেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ৮০০০/- জরিমানা করেন করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এস. এম. রকিবুল হাসান।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা  মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী  মোঃ গোলাম রাব্বি, নৌ-পুলিশের টিমেরসদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর