সিরাজগঞ্জ-১ এমপি হতে চায় ৭ জন
গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ ইউনিয়ন) আসনে ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
শেষ দিন পর্যন্ত এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক।
তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়, তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর নাতি ও প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের পুত্র, এর আগেও তিনি ২ বার নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টির জহুরুল ইসলাম, জাকের পার্টির রেজাউল করিম (বেলাল), জাতীয় পিপলস পার্টির শফিকুল ইসলাম, জাসদের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সবুজ আলী, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা। আগামী ৩ নভেম্বর যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।