সেন্টমার্টিনে পণ্য সরবরাহে সমস্যা নেই
মিয়ানমারের গৃহযুদ্ধের প্রভাবে দু-একবার বাংলাদেশের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে গুলি লেগেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এতে সেন্টমার্টিনে যোগাযোগে বা পণ্য পরিবহনে কোনো সমস্যা হয়নি। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। আরাকানের অনেক এলাকা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদের নিচের অংশটায় যুদ্ধ চলছে।
তিনি আরও বলেন, সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয়েছে। সে দেশের পুলিশ তা অস্বীকার করেছে। মিয়ানমারে যুদ্ধ চলছে, তাই কে বা কারা গুলি করেছে, বোঝা কঠিন। তবে সেন্টমার্টিনের সঙ্গে যোগাযোগ ও পণ্য পাঠানোর সবকিছুই ঠিক আছে। প্রসঙ্গত, ৫ জুন থেকে কয়েক দফা গুলির ঘটনা ঘটে। ফলে ৭ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার ও স্পিডবোট চলা বন্ধ হয়ে যায়।