মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর 

সেলিম, আব্বাসের হ্যাটট্রিক,কাউসার টানা দ্বিতীয় বার কাউন্সিলর নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ মে, ২০২৩

সদ্য সমাপ্ত দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মো:সেলিম রহমান ও ১২ নং ওয়ার্ডে মো: আব্বাসউদ্দীন খোকন হ্যাটট্রিক করেছেন। নগরীর ৭ নং ওয়ার্ডে টানা দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো: কাউসার আহম্মেদ।
খোঁজ নিয়ে জানাযায় টানা তিনবার নির্বাচিত এসব কাউন্সিলের এলাকায় দারুণ জনপ্রিয়। তারা যে দলের সাথেই সম্পৃক্ত থাকুকনা কেন এলাকার সব শ্রেণী পেশার মানুষের কাছে তাদের রয়েছে সমান গ্রহণ যোগ্যতা। নগরীর ৭ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের
মতো নির্বাচিত হয়েছেন মোঃ কাউসার আহম্মেদ। তিনিও এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। যার কারণে সাধারণ মানুষ তাকে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে নির্বাচিত করেছে। করোনা কালীন সময়ে যখন ভয়ে মানুষ ঘর থেকে বের হতোনা। তখন কোনাবাড়ীতে এই তিন কাউন্সিলর জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী।
এবারের নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মো: সেলিম রহমান ঘুড়ি প্রতীক নিয়ে ৫ হাজার ৩৩৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল মান্নান মিয়া ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার
৬৬৮ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো
২৩ হাজার ১৩০ জন।
১২ নং ওয়ার্ডে মো: আব্বাসউদ্দিন খোকন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী শফিকুল ইসলাম ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৫৭ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো ১৬ হাজার ৭০০ জন।
অপরদিকে ৭ নং ওয়ার্ডে মো: কাউসার আহম্মেদ
ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ২ হাজার ৫৫৬ ভেট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচাতি হয়েছেন। এ ওয়ার্ডে মোট ৪ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধীতা করেন। আহসান পালোয়ান টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৮৭ ভোট, হামিদুর রহমান রনি ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৩ ভোট এবং জহিরুল ইসলাম জহির লাটিম প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৪ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ২৬৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর