সোনালী লাইফ বিপদের বন্ধু

আমাদের জীবনে কখন কোন সমস্যা আসে তা বলা যায় না। যে কোনো সমস্যায় আর্থীক সাপোর্ট বা স্বপ্ন পূরণের সঙী হতে পারে সোনালী লাইফ ইনসুরেন্সে জীবন বীমা কোম্পানি৷
বিপদে দিনে সোনালী লাইফ পাশে ছোট ছোট বালু কণা থেকে বিন্দু বিন্দু জল সোনালী লাইফ ইনসুরেন্সের মাধ্যমে অনেক মানুষের বিপদে দিনে সুদিন আসছে তারী ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার সোনালীর গ্রাহক আসাদুজ্জামান মোটরসাইকেল এক্সিডেন্ট করে গত পাঁচ দিন আগে গুরুতর অবস্থায় রাস্তায় এক্সিডেন্ট হয়ে পড়ে ছিলেন তিনি আর ও জানা যায় ওনার বাইক এক্সিডেন্ট বেশ কিছু জায়গায় আহত হন তিনি৷
বীমা কোম্পানি মাধ্যমে এখনো সাধারণ মানুষ তার জীবনের নিরাপত্তা ব্যবস্থা এবং সুযোগ সুবিদা পেয়ে থাকেন৷
আজ মঙ্গলবার বিকেলে সোনালী লাইফ ইনসুরেন্সের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান ও আথিক সহযোগিতা করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইনসুরেন্সের ইউনিট ম্যানাজার শাহা জালাল,এফ এ মিরাজুল ইসলাম সবুজ,সেনুয়া ইউনিয়নের ইউপি সদস্য উমর ফারুক সহ প্রমূখ।