১৪ই ফেব্রুয়ারি

রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর
বেহায়াপনা দিবস হলো ১৪ই ফেব্রুয়ারি
নিজের জীবন বিলিয়ে দেয়,
বয়ফ্রেন্ডের কাছে অনেক নারী।
এই দিনে নারী কতো করে সাজগোজ,
হাতে দেয় লেডিস ঘড়ি।
বয়ফ্রেন্ডকে বলে নারী,
পার্কে চলে এসো তাড়াতাড়ি।
১৪ই ফেব্রুয়ারির দিনে
পিতা-মাতা সবাই থাকো সচেতন।
আপনার ছেলে মেয়েরা যেন,
না করে অন্য জনের মনের যতন।
বয়ফ্রেন্ডের কোলে রেখে মাথা
অবাধে করে নারী মেলামেশা।
নিজের জীবন বিলিয়ে দিয়ে নারী,
বয়ফ্রেন্ডের সাথে পার্কে করে ঘোরাঘুরি।
দুষ্টু ছেলের মিষ্টি কথার ছলে পরে নারী,
নিজের জীবন বিলিয়ে দিয়ে
অবশেষে চলে আসে বাড়ি।
নিজের জীবন বিলিয়ে দিয়ে নারী,
কইরো না নিজের ক্ষতি।
নারী তুমি মা জাতি
তাইতো তোমার সন্মান অতি,
তাইতো তুমিই হলে মা জাতি।