৩ মাসে সরকারি খাতের ব্যাংক আমানত বেড়েছে সোয়া ৪ শতাংশ
দেশের ব্যাংক খাতে সরকার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার মোট আমানতের পরিমাণ এখন প্রায় ২ লাখ ৭৬ হাজার ১৭০ কোটি টাকা। ৩ মাস আগের মার্চ ২২ এর তুলনায় এই আমানত বেড়েছে সোয়া ৪ শতাংশ। এ সময় ব্যাংক খাতে সরকারি আমানত ছিল ২ লাখ ৬৪ হাজার ৮৬৭ কোটি টাকা। বিশাল এ আমানতের বেশির ভাগই রয়েছে ঢাকায় এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে। অন্যদিকে সবচেয়ে বেশি আমানত রয়েছে সরকারি অনার্থিক সংস্থাগুলোর। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত জুন শেষে এই আমানতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
সরকারি মোট ৬ ব্যাংকের আমানত রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৩৯ কোটি টাকা (মোট আমানতের ৬০.৪১%)। এছাড়া ৪১টি বেসরকারি ব্যাংকে মোট সরকারি আমানত রয়েছে ৮৭ হাজার ৪৯০ কোটি টাকা (মোট আমানতের ৩১.৬৮%)। রাষ্ট্রায়ত্ত তিনটি বিশেষায়িত ব্যাংকে মোট সরকারি আমানত রয়েছে ১৭ হাজার ৫১২ কোটি টাকা (মোট আমানতের ৬.৩৪%) এবং দেশে ব্যবসা পরিচালনারত ৯টি বিদেশী বাণিজ্যিক ব্যাংকে মোট সরকারি আমানত রয়েছে ৪ হাজার ৩২৮ কোটি টাকা (মোট আমানতের ১.৫৭%)।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে প্রেরিত বাংলাদেশ ব্যাংকের এক পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের ব্যাংক খাতে সরকার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক অনার্থিক সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, আমানত গ্রহণকারী সরকারি নন-ব্যাংক সংস্থা, অন্যান্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান (ডিপোজিট মানি ব্যাংক ব্যতীত), বীমা কোম্পানি ও পাবলিক পেনশন ফান্ড ইত্যাদির আমানত রয়েছে। গত জুন শেষে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭৬ হাজার ১৬৯ কোটি ৮৯ লাখ টাকা। বিশাল এ আমানতের মধ্যে ঢাকায় রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬২৫ কোটি ৫৩ লাখ টাকা (মোট আমানতের ৫৯.৬১%) এবং গ্রামীণ এলাকায় রয়েছে ১ লাখ ১১ হাজার ৫৪৪ কোটি ৩৪ লাখ টাকা ( মোট আমানতের ৪০.৩৯%)।
জানা যায়, ব্যাংক খাতে সবচেয়ে বেশি আমানত রয়েছে সরকারি অনার্থিক সংস্থাগুলোর। এর পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৯৬০ কোটি টাকা। এটি মোট আমানতের ৫১ দশমিক ৪ শতাংশ।
আমানত রাখার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। এসব সংস্থার আমানতের পরিমাণ হচ্ছে প্রায় ৬৭ হাজার ১০৯ কোটি টাকা। এটি মোট আমানতের ২৪ দশমিক ৩ শতাংশ।
এছাড়া সরকারি আমানতের পরিমাণ হচ্ছে ৩২ হাজার ২৪৭ কোটি ৮৩ লাখ টাকা। এটি মোট আমানতের ১১ দশমিক ৬৮ শতাংশ। অন্যান্যের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষগুলোর আমানতের পরিমাণ হচ্ছে ১১ হাজার ৬৯০ কোটি ৫৪ লাখ টাকা (মোট আমানতের ৪.২৩%)। অন্যান্য সরকারি আর্থিক প্রতিষ্ঠানের (ডিপোজিট মানি ব্যাংক ব্যতীত) ৯ হাজার ৮৫১ কোটি ৮৩ লাখ টাকা (মোট আমানতের ৩.৫৮%)। বীমা কোম্পানি ও পাবলিক পেনশন ফান্ডের ৯ হাজার ৭৮৩ কোটি ৯৭ লাখ টাকা (মোট আমানতের ৩.৫৪%) এবং আমানত গ্রহণকারী সরকারি নন-ব্যাংক সংস্থার আমানতের পরিমাণ হচ্ছে ৩ হাজার ৫২৬ কোটি ৬৩ লাখ টাকা (মোট আমানতের ১.২৮%)।