বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চরহাজারীতে ব্যবসায়ী শেখ ফরিদ খোকন এর রমজানের ফুড প্যাকেজ বিতরণ যশোর ঝিকরগাছার সাবেক এসিল্যান্ডকে আহত করা মামলায় দুইজনের কারাদণ্ড দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ বেনাপোলে ধর্ষক মানুষরুপী পশুদের ফাঁসির দাবিতে মানববন্ধন মোটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত, আহত এক কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারীসহ আটক- ৯ দেশব্যাপী নারী নিপীড়নের ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন কাজিপুরে এবার অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার  লালমনিরহাটে মাথা বিহীন মরদেহ উদ্ধার স্বামী ৩ দিনের রিমান্ডে! শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা যশোরের ঝিকরগাছায় জমি দখলকারীদের হামলায় মা-ছেলে জখম

৫০০ পেশাজীবী পাবে সুবর্ণ জয়ন্তী বৃত্তি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রিপোর্টারের নাম : / ১২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, ভারতীয় সরকারের আইটেক (ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো‌-অপারেশন) প্রগ্রামের আওতায় এ বছর ৫০০ পেশাজীবী ভারতে বিভিন্ন বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন কর্তৃক ৫৮তম আইটেক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভারতীয় সরকার অনেক বছর ধরে বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বৃত্তি ও প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ প্রদান করছে। আইআইটিএস, এন‌আইটিএসের মতো ভারতের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণে আগ্রহী বাংলাদেশসহ বিশ্বের সেরা প্রতিভাদের আকর্ষণ করে আসছে। ‘

এ সময় তিনি ভারতীয় সরকারের আইসিসিআর ও মুক্তিযোদ্ধা বৃত্তির কথাও তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি পেশাজীবী আইটেক প্রগ্রামের আওতায় প্রশিক্ষণ ও শিক্ষা লাভ করেছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘আইটেক প্রগ্রামে বর্তমান বাংলাদেশসহ ১৬০টি দেশের পেশাজীবীরা বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে। এতে এখন পর্যন্ত ২২০০০ ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। ‘

তিনি আরো বলেন, ‘স্বাভাবিকভাবেই প্রতিবেশী বাংলাদেশ আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী। গত কয়েক বছরে বাংলাদেশে আমাদের উন্নয়ন অংশীদারত্ব আমাদের পারস্পরিক সম্পৃক্ততার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ‘ এই বছর সুবর্ণ জয়ন্তী বৃত্তি উন্মোচনকে তিনি একটি উদাহরণ হিসেবে বর্ণনা করে বলেন, ‘এখানে বাংলাদেশ প্রতিবছর আইটেকের জন্য ৫০০টি আসনপ্রাপ্ত হয়। এ ছাড়া বাংলাদেশ সরকারের প্রয়োজন অনুসারে সরকারি কর্মকর্তাদের জন্য বেশ কিছু টেইলর-মেড প্রগ্রাম আয়োজন করা হয়। ‘

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইডিইবির সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটেক অ্যালামনাই ও সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের প্রভাষক শেখ নাজিয়া জাহান। অনুষ্ঠানে আইটেক অ্যালামনাইরা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর