শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট স্কুলের ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর পরিবর্তিত নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আগামীকাল আমবাগ প্রিমিয়ার লীগের ফাইনাল মুখোমুখি হবে জে আর সুপার কিংস এবং অলস্টার ক্রিকেট টীম কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকী পালন  শার্শায় সত্য নারায়ণের মাঘী পূর্ণিমা গঙ্গা স্নান ও বাৎসরিক পূজা অনুষ্ঠিত গাজীপুরে ইয়াবাসহ আন্ত:জেলা নারী মাদক কারবারি আটক যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার-৫ কুড়িগ্রাম সদরে ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন 

৫ সিটির মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ

রিপোর্টারের নাম : / ৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩ জুলাই, ২০২৩

খুলনা, বরিশাল, গাজীপুর, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হবে। এরপরও দুপুর ১২টায় অনুষ্ঠান হবে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা আছেন হোটেল সোনারগাঁওয়ে।

শপথ অনুষ্ঠান আজ সোমবার হলেও সিলেট সিটির মেয়র ও ৫৫ জন কাউন্সিলর হোটেল সোনারগাঁওয়ে উঠেছেন গত শনিবার। পাঁচ তারকা হোটেলের থাকা খাওয়ার খরচ কাউন্সিলররা বহন করছেন না। তবে কে দেবে এই খরচ সে বিষয়ে স্বীকার করেননি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে খুলনার কাউন্সিলররা আছেন হোটেল একাত্তরে এবং রাজশাহীর মেয়র-কাউন্সিলররা আছেন হোটেল ভিক্টোরিয়ায়।

এ খরচও কাউন্সিলররা দিচ্ছেন না। কে এই খরচ দেবে সে বিষয়ে কেউ কথাও বলছেন না। বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা নিজেদের ব্যবস্থাপনায় আছেন। জানা যায়, এসব হোটেলে কাজ শেষে বের হওয়ার আগে সম্পন্ন খরচ দিতে হয়। তাই এখনো পুরো খরচ দেওয়া হয়নি। আজ হোটেলের খরচ চূড়ান্ত করবে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট কালের কণ্ঠকে বলেন, সিলেট সিটির মেয়র ও কাউন্সিলররা শনিবার থেকে হোটেল সোনারগাঁওয়ে থাকছেন। হোটেল খরচ কাউন্সিলরদের দিতে হবে না। তবে খরচ সিটি করপোরেশন থেকে দেওয়া হবে কি না সে বিষয়ে আমি জানি না।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক বলেন, দেখা যাক কোথা থেকে দেওয়া যায়। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

খুলনা সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর ডন বলেন, আমাদের খরচ সিটি করপোরেশনের মেয়র ব্যক্তিগতভাবে দেবেন। কাউন্সিলরদের দিতে হবে না।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, হোটেলের খরচ কাউন্সিলররা ব্যক্তিগতভাবে দেবেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন বলেন, আমি আগের শপথ অনুষ্ঠানে ছিলাম না। তবে আগে যেভাবে খরচ দেওয়া হয়েছে এবারও সেভাবে দেওয়া হবে।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানের মহড়া হয়েছে। এসময় নির্বাচিত মেয়র-কাউন্সিলররাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথের সময় কে কোথায় বসবেন মহড়া অনুষ্ঠানে সে বিষয়ে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করাবেন। স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর