শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন

কাজিপুরে ভাষা ও শিশুতোষ সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন

রিপোর্টারের নাম : / ৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: কাজিপুর পৌরসভার এলাকার আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভাষা ও শিশুতোষ সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

গত ১২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনকালে তিনি বলেন, কোমলমতি শিশুদের মেধা বিকাশে ভাষা ও শিশুতোষ সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঠিক ইতিহাস এখানে চর্চা করা হবে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে। পর্যায়ক্রমে উপজেলার ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা পরিষদ। কেন্দ্রের স্লোগান রাখা হয়েছে “আজ শিখব মোরা আনন্দে”।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, বিদ্যালয়ের বিশেষায়িত কক্ষে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা শিশুতোষ সাহিত্য-সংস্কৃতি চর্চা করবে। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভা মেয়র আব্দুল হান্নান তালুকদার, আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহতাবুর রহমান সৈনিক, প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর