সিরাজগঞ্জ শাহীন স্কুলের মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে শাহীন স্কুলের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর-২০২৩) সকাল ৯ টায় বিকেল ৫ পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্রি রোড়স্থ সিরাজগঞ্জ শাখার সুনামখ্যাত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শাহীন স্কুলের আয়োজন – স্কুলের সিরাজগঞ্জ শাখার প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ২’ হাজার শিক্ষার্থীদের নিয়ে কয়েক পর্ব করে উক্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে ও পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখা পরিচালক মোঃ নূরুল হক এর সঞ্চালনায়
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলেদেন – শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখা’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম তালুকদার তিনি অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন – শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করার পাশাপাশি খেলাধূলা, সাহিত্য- সংস্কৃতির চর্চা করাতে হবে। কোন শিশু শিক্ষার্থী যেন অযথা মোবাইল ফোনে আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে । ভালো নাগরিক হিসেবে গড়তে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি অভি়ভাবকদের অবশ্যই সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে।