বিপুল পরিমাণ গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাট র্যাব-৫, এর মাদক বিরোধী বিশেষ অভিযানে পিকআপ ভ্যানে ৩৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসাসী গ্রেফতার।
বুধবার (৮ জুন) রাতে নওগাঁ সদরের পার নওগাঁর আলু পট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভুমির মৃত আব্দুল ওহাবের ছেলে আনোয়ার হোসেন(৪৪) ও বড় দশিয়ার মৃত ময়লন হোসেনের ছেলে ইসমাইল হোসেন।
জয়পুরহাট র্যাব-৫, কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।