ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন আনমানিক বয়স (৩১)। ভাঙ্গুড়া পৌর এলাকার বড়ালব্রীজ স্টেশনের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে ৬টা মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা মিটার গ্রেজ ট্রেনে কেটে নিহত হয়েছে ওই যুবক। তবে, এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত যুবকের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন ঘটনা স্হানে আমার অফিসার পাঠানো হয়েছে এবং লাশ সিরাজগন্জ জি আর পি থানায় নিয়ে আসা হচ্ছে।