পাঁচবিবিতে মেয়র নির্বাচিত হলেন নৌকার মনোনীত প্রার্থী হাবিব
সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ
সীমানা জটিলতা মামলার কারণে বন্ধ হয়ে থাকা জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচন একযুগ পর ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) পৌর সভার ৯ টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়।
ভোটে আওয়ামী লীগ সমর্থীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে পুনরায় জয়লাভ করেছে।
বহুল কাঙ্খিত এ নির্বাচনে মেয়র পদে ৬ জন অংশগ্রহণ করেছিলেন, মোট পাপ্তী ভোটের সংখ্যা ১৫ হাজার ২ শত ৮২ টি,
নৌকা প্রতিক পেয়েছে ৭ হাজার ৯ শত ৫৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতিক নিয়ে সাবেকুন্নাহার শিখা পেয়েছে ৫ হাজার ৪ শত ৫০।
তীব্র গরমের মাঝে ও লম্বা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে যে যার মত ভোট দিতে পেরেছেন ভোটাররা।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এই নির্বাচন হয়েছে, নেই কোন প্রার্থী বা ভোটারদের ভোট কাটচুপির অভিযোগ।
অন্য দিকে জেলার ক্ষেতলাল পৌর সভার ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়ের নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু সর্দার।