জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমা চোরের ৭ সদস্য গ্রেফতার
জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমা চোরের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানের দল।
গত ১৯ আগস্ট রাতে সদর উপজেলার কয়তাহার দীঘির পুকুর মাঠের গভীর নলকূপ পাম্প চালানোর ১০ কেভি করে ৩ টি ট্রান্সফরমার ভিতরের থাকা তামার কয়েক চুরি হয়।
২০ আগস্ট জয়পুরহাট সদর থানায় ওই গভীর নলকূপের মালিক পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করেন।
পরবর্তীতে গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে, কালাই উপজেলার বিনোইল এর খয়বরের ছেলে ছাইদুর রহমান,
বেগুনগ্রামের দিলবর এর ছেলে আব্দুল জলিল,
জেলার ক্ষেতলাল উপজেলার কোমলগাড়ীর অপির শাহর ছেলে শাহ আলম,
উপজেলার কয়তাহারের আব্দুল রাকিবের ছেলে ফারুক হোসেন,
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুইয়াগাড়ীর জসিম উদ্দিনের ছেলে আব্দুল বারিক ও
গুইয়াগাড়ীর মৃত ফারুকের ছেলে মিস্টনকে
গ্রেপ্তার করে এবং তাদের দেওয়া তথ্যমতে,
বগুড়া জেলার শিবগঞ্জ সোনারপাড়ায় অভিযান চালিয়ে ইলিয়াস প্রামানিকের ছেলে মোত্তালেবের ভাঙ্গারি দোকান থেকে ১৬ কেজি তামার তার, ৫ টি বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার নুরে আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,
গ্রেপ্তারকৃত আসামীরা আন্তঃজেলা ট্রান্সফরমার চোর দলের সক্রিয় সদস্য, আসামিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।