সিরাজগঞ্জে বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী পাঠক-ভাবনা লেখকদের মাঝে সনদপত্র, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠক-ভাবনা লেখকদের মাঝে সনদপত্র, বই বিতরন করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মুজিবশতবর্ষে শত গ্রন্থাগারে, পড়ি বঙ্গবন্ধুর বই- সোনার মানুষ হই” এ স্লোগানে বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক স্মৃতি পাঠাগার সিরাজগঞ্জেট আয়োজনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পড়া ও বইটির উপর পাঠক ভাবনা লেখায় অংশ নেয়া বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বই, সনদপত্র বিতরন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সনদ ও বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ইতিহাস জানতে তার উপর লেখা বই পড়তে হবে। তাহলেই জাতিকে আলোকিত করা সম্ভব। বাঙালি জাতির আত্ন পরিচয় হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাহবুবুল হক স্মৃতি পাঠাগারের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেন।
এসময় জেলা জাসদের সভাপতি ও মাহবুবুল হক স্মৃতি পাঠাগারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আবু বক্কর ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন- অর -রশিদ খান হাসান, মাহবুবুল হক পাঠাগারের কর্মকর্তাবৃন্দ, সদস্য – সদস্যা, লেখক, কবি, পাঠক, সাংস্কৃতিকবিদ, গুনী ও সুধীজন, সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দরা ।