ফুলবাড়ীতে মমতাজ বেগমের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান
দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় পৌর শহর ফুট ব্রিজ নামক স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগমের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৪ টি দোকানে জরিমানা করা হয়েছে।
জরিমানা দোকান হলো ঃ
( ১) সন্তোষ স্টোর ভোক্তা অধিকার অধিদপ্তরে আইনে ৩৮ ধারায় ৩.০০০ টাকা জরিমানা (২) চঞ্চল স্টোর ৩৮ ধারায় ৫.০০০ টাকা (৩) রাফিয়া স্টোর ভোক্তা অধিকারের আইনে ৪৫ ধারায় ৫.০০০ টাকা এবং (৪) রুস্তম স্টোর ভোক্তা অধিকার আইনে ৩৭ ধারায় ৫.০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গীয় ফোর্স এবং দিনাজপুর জেলা ক্যাবের নির্বাহী সদস্য মোঃ মাসুউদ রানা ও সেনেটারী ইন্সপেক্টর শ্রী জগদীশচন্দ্র মহন্ত , দিনাজপুর জেলা পুলিশের একটি টিম,প্রিন্ট মিডিয়া প্রমূখ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম বলেনঃ এধরনের শিশু খাদ্য ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং স্থানীয় সব স্টোরগুলো কে সতর্ক করে দেওয়া হয়েছে তারা যাতে শিশু নকল খাদ্যদ্রব্য কেনাবেচায়
থেকে বিরত থাকেন।