সিরাজগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্ত করলেন পুলিশের ডি আইজি
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এর রাজস্ব বাজেটের আওতায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে
পোনামাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উক্ত পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার), সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জের মৎস্য জরীপ কর্মকর্তা সহ অন্যান্য সদসবৃন্দরা ।