বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় বিএনপি:মুক্তি যুদ্ধবিষয়ক মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় বলে এখন তারা আবোল তাবোল  কথা বলেছে। আওয়ামীলীগ সম্পর্কে কথা বললে, বিএনপি’র নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলার আহবান জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ।শ‌নিবার (১৫ অক্টোবর) সকালে কোনাবাড়ী থানা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান হত্যার রাজনীতি চালু করেছে ছিলেন। এছাড়া  যুদ্ধকালীন সময় তিনি মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিন। শুধু তাই নয়, সাতশ’রও এয়ারফোর্টেসের সৈনিককে গুম ও খুন করেছিলেন । আদালতে রায় ঘোষনার আগেই ফাসিঁতে ঝুলিয়ে হত্যা করেছিল অনেক সৈনিককে । গাজীপুর কোনাবাড়ি থানা আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি বলেছেন, চট্টগ্রামে গত পরশুদিন বিএনপি মহাসমাবেশ করেছেন। সেই সমাবেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তার বক্তব্যে একাত্তরের রাজাকারদের স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর সমস্ত বিএনপি নেতারা সেই স্লোগানে অংশগ্রহণ করেছেন।

এসময় তিনি আরো বলেন, মির্জা আজম আরও বলেন, আজ বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামিলীগের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে একাত্তরের রাজাকারেরা। ২০০৯ সালে বাংলাদেশ অর্ধেকরও বেশি বাড়িঘর কুঁড়েঘর ছিল, ছনের ঘর। আজকের বাংলাদেশে যদি পত্রিকার বিজ্ঞাপণও দেওয়া হয় তবুও মিউজিয়াম রাখার জন্য একটি কুঁড়েঘর পাওয়া যাবে না। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন,শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মন্ডলসহ গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর