শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

গাজীপুরে জাতীয় বধির দিবস পালন 

নিজস্ব প্রতিবেদকঃ / ২০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

জাতীয় বধির দিবসে বধির জনগোষ্ঠীর অগ্রগতি মানবিক সমাজ ও প্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে  র‍্যালী ও আলোচনা সভা এবং পুরুষ বধিরদের রান্না ও মহিলা বধিরদের লুডু খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর)  বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে  শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা ওই আয়োজন করেন। বিকেলে কোনাবাড়ি জরুন এলাকা থেকে শতাধিক বধিরদের একটি র‍্যালী কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে  কাউসার আহমেদ স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়। পরে তাদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা।ছেলে বধিরদের রান্না প্রতিযোগিতা।

এতে ৮ জন বধির অংশগ্রহণ করেন। তাদের প্রত্যেকে একটি করে মুরগী রান্না করবে। সবচেয়ে কম সময়ে যিনি পরিপূর্ণ ভাবে রান্না শেষ করতে পারবেন তিনিই প্রথম হবেন। এসময় মেয়ে বধিদের লুডু খেলার আয়োজন করা হয়। এই খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন কয়েকজন দোভাষী এবং স্থানীয় স্কুলের শিক্ষকরা। শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এসব বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। যার ফলে তাদের ভাষা বুঝতে পারি। প্রতিবছর এদের নিয়ে বিভিন্ন আয়োজন করে থাকি। এবার ছেলে বধিরদের রান্না প্রতিযোগিতা ও মেয়েদের লুডু প্রতিযোগিতার আয়োজন করছি। সবার জন্য পুরস্কারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন ৭ নং ওয়ার্ডের কাউন্সিল ও সংস্থার সভাপতি মোঃ  কাউসার আহমেদ। প্রধান অতিথি ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান। এসময় গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আসরাফ উদ্দিন,কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, কোনাবাড়ি থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না, ০৭ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,যুগ্মসাধারণ সম্পাদক মমিনুর ইসলামসহ এলাকার লোকজন এসে খেলাটি উপভোগ করেন এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর