শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে আরাফাত ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থী শুক্রবার বেলা ১২টার দিকে গোসল করতে নেমে ডুবে মারা যায় । নিহত আরাফাত আলিনগর স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, পাশের বাড়ির কয়েকজন ছেলের সাথে নিকটস্থ কাজল দীঘিতে (কোপরা) গোসল করতে গিয়েছিল আরাফাত। সে ভালোভাবে সাঁতার জানতো না। হঠাৎ সে পানির নিচে যেতে থাকে।
সঙ্গীয় ছেলেদের কাছে খবর পেয়ে স্থানীয় লোকজন ১ ঘন্ট পরে আরাফাতের মৃতদেহটি দ্রুত উদ্বার করে ।ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয় লোকজন উদ্বার করে ।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব ইমরান জানান, বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে আরাফাত (১৪) নামের এক শিক্ষার্থীর শুক্রবার বেলা ১২ টায় গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে । পরে সকল আইন প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর