ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিদেশে ফেরত ক্ষতিগ্রস্থ অভিবাসী১ জনকে অটোরিকশা ও এক নারীকে বাছুর হস্তান্তর

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২ জন ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত অভিবাসীকে অর্থনৈতিকভাবে ঘুড়ে দাঁড়াতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে একজনকে অটো রিক্সা এবং এক নারী অভিবাসীকে গাভী বাছুর হস্তান্তর করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২ টায় উল্লাপাড়া উপজেল পরিষদ প্রাঙ্গন হতে উক্ত অটোরিকশা ও গাভী বাছুর হস্তান্তর করেন , উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন।
এ সময় ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইসউদ্দিন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মাজেদ এবং সেক্টোর স্পেশালিষ্ট ইকোনোমিক মোঃ আব্দল্লাহ আল কাহাফ উপস্থিত ছিলেন।
জানা যায় যে, উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামের আব্দুল করিম তিনি আফ্রিকা মহাদেশের মৌরিশাস দেশে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরেন । এবং কয়ড়া ইউনিয়নের কয়ড়া চরপাড়া গ্রামের মোছাঃ পারভীন খাতুন সৌদি আরব দেশে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে উক্ত অটোরিকশা ও বাছুর দিয়ে মানবিক সহায়তা করা হয়।