নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে গণজোয়ার সৃষ্টি

দিনাজপুরে পার্বতীপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জননেতা আমজাদ হোসেনের পক্ষে পার্বতীপুর পৌর এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আগামী ২ নভেম্বরের ভোটকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে,তারা এবার অসহায়,অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষদের নেতা জননেতা আমজাদ হোসেনকেই তাদের সমর্থন দিবেন।তার কারণ হিসেবে তারা বলছেন,এই মানুষটির এত যোগ্যতা থাকার পরও আমাদের পার্বতীপুর ছেড়ে যায়নি।তিনি বিলাসী জীবন যাপন করতে চাইলে ঠিকাদারি,চাকুরী বা ব্যবসা করে অঢেল টাকার মালিক বনে যেতে পারতেন।
যে মানুষটির শহরে একটি বাড়ি নেই,চলার জন্য একটি গাড়ি নেই,চলাফেরা করেন ভ্যান-রিক্সা অথবা বাইকে।এই মানুষটিকে সমর্থন করবো না তো কাকে করবো।এবার সেই চেয়ারটি আমজাদ ভাইকে না হয় পাঁচ বছরের জন্য ভোট দেই। তিনি পাঁচ বছরে কি করেন!সেটাও তো পার্বতীপুর পৌরবাসীর দেখা উচিত বলে জানিয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন পেশার মানুষ সহ অনেকে।