শেখ রাসেল বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিজার এমপি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রানী মিনি স্টেডিয়াম মাঠে শেখ রাসেল বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বগুড়া ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এ্যাড. মোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি।
(২৭শে অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৪টায় রুদ্রানী মিনি স্টেডিয়াম মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলা শুরুর পূর্বে দুটি টিমের নারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন আলহাজ্ব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি। খেলায় দিনাজপুর টিমকে ২-০ গোলে হারিয়ে বগুড়া ফুটবল টুর্নামেন্টের জয়ী হন।
খেলায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সভাপতি ও ফুলবাড়ী উপজেলার আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল।