ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে ১৪৭০০ টাকা জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ জনকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। সোমবার (৩১অক্টবর)২০২২ বিকাল ৪.০০ ঘটিকায় চৌবাড়িয়া মধ্যপাড়া এলাকায় ভাই বোন বেকারী এর স্বত্বাধিকারী জনাব মোঃ আব্দুর রহিম( ৫০) পিতা- মোহাম্মদ জালাল উদ্দিন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা (পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ও প্রতিষ্ঠানের নাম না থাকায়) অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১০,০০০(দশ হাজার টাকা) অর্থদন্ডারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এবং একই দিন ধান হাটা মোড়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক একজনকে ৫০০ টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারা মোতাবেক ১৩ জনকে মোট ১৪,৭০০ টাকা অর্থদন্ডারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় থানা পুলিশের সদস্যগণ মোবাইল কোর্টে সহযোগিতা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।