গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছেন।
সোমবার(০৭ নভেম্বর) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে প্রেসব্রিফিংয়ে ইউএনও জানান, আগামী ৮ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা উপজেলা চত্বরে দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
এ মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ ৩০ টি স্টল অংশগ্রহণ করবে এবং সেরা তিনটি স্টলকে পুরষ্কার প্রদান করা হবে।
মেলায় বিভিন্ন উদ্ভাবনী মূলক কার্যক্রম, অনলাইনে জাতীয় কুইজ প্রতিযোগিতা, সরকারী বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, ই কমার্স উদ্যোক্তা, শিক্ষার্থী, সুশীল সমাজ সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ব্যাপক প্রচারনা চালানোর আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক, সামিরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম,রহনপুর রির্পোটাস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, সাংবাদিক শাহীন আলম প্রমূখ।