কোম্পানীগঞ্জে মাদ্রাসার বৃত্তি পরিক্ষা ২০২২ অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সাবেক ছাত্রদের সংগঠন সাবেক ছাত্র সংস্থা রংমালা দারুস সুন্নাহ মাদ্রাসা বৃত্তি পরিক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার সকাল ১০.৩০ মিনিট থেকে শুরু হয়ে এই বৃত্তি পরিক্ষা চলে দুপুর ১২ টা পর্যন্ত৷ কোম্পানীগঞ্জের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে অষ্টম শ্রেনীর মোট ৯৬৫ পয়ষট্টি জন পরিক্ষার্থী এতে অংশগ্রহণ করে৷
রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার পৃথক পৃথক কেন্দ্রে বৃত্তি পরিক্ষাটি অনুষ্ঠিত হয়৷
এতে উপস্থিত থেকে পরিক্ষাটি সার্বিক দতারকি করেন রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবদুল্লাহ আল মামুন,এতে আরে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র সংস্থা রংমালা মাদ্রাসা সেক্রেটারি তোফাজ্জল হোসেন,,পরিক্ষা নিয়ন্ত্রক আবু তৈয়ব ও উপ- পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ আলা উদ্দিন,রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সাবেক ছাত্র যুগ্ম মহানগর দায়রা জজ,চট্টগ্রাম ডক্টর মোঃ শহিদুল ইসলাম সাবেক ছাত্র ডাক্তার ফখরুল ইসলাম ইমরান, প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য মৌলভী জামাল উদ্দিন ও অভিভাবক সদস্য মামুন হায়দার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷ এই সময় পরিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক ছাত্র সংস্থা রংমালা মাদ্রাসা সভাপতি মোঃ মাকসুদ জামিল৷